অভিপ্রায়
ভাবনার আকাশে এখন
কালো মেঘের ভীড়,
নিকোটিনের বিষাক্ত ধোঁয়ায়
বেঁচে থাকা দায়; তবুও
সিগারেট হাতে এখনও দেখি
অন্যায়ের বিরুদ্ধে নচিকেতা গায় !
ধূমপান ছেড়ে দিলে
কি আসে যায় (? ) হয়তো
এরই মধ্যে সুখ পাওয়া যায় !
ব্যর্থ প্রেমিক যেমন-
হুইস্কি ঢেলে পায়
No comments:
Post a Comment