Saturday, December 28, 2019

সৈকত মজুমদার

অভিপ্রায় 

ভাবনার আকাশে এখন 
কালো মেঘের ভীড়,
নিকোটিনের বিষাক্ত ধোঁয়ায় 
বেঁচে থাকা দায়; তবুও 
সিগারেট হাতে এখনও দেখি 
অন্যায়ের বিরুদ্ধে নচিকেতা গায় !

ধূমপান ছেড়ে দিলে 
কি আসে যায় (? ) হয়তো 
এরই মধ্যে সুখ পাওয়া যায় !
ব্যর্থ প্রেমিক যেমন-
হুইস্কি ঢেলে পায়

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...