Saturday, December 28, 2019

পরিতোষ সরকার

বৃষ্টির ওপারে

সন্ধ্যার কপাল বেয়ে বাইরে

আজ তুমুল বৃষ্টি, গভীর
রাতেও ব‌ইছে সমতালে। 
আর ভিতরে....
আর ভিতরে ব‌ইছে অগোছালো
শয্যার উপর যৌবনের মহাঝড়। 

তুমি যখন অর্ধ-‌অচেতন,
আমার মধ্যে তখন উৎসুকের
প্রবল জ্বালা। হাত দুটি আমার
তোমার বুকে, আর তুমি আঁধার
শয্যায় পরে থাকা কাপড়টুকু 
মুষ্টিতে গুঁজে সহ্যের সীমা 
পার করেই চলছ। 
হয়তো এই ভাবেই প্রতিটি নারী
তার যন্ত্রণা লুকায় বৃষ্টির শব্দে
আর অগোছালো শয্যার কাপড়,
প্রতি রাতে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...