শূন্য রাজকোষ
একদিন সুনীল আকাশ বলতে
সুবিশাল আসমুদ্রহিমাচল কে বোঝাতো।
এখন আকাশ মানে সমঝোতা
আকাশ মানে মুক্তির চুক্তিসই,
বোঝায় কাঁটাতারের বেড়ার ওপারে
আছে খুল-যা-সিমসিমের একফালি গুহা।
যেখানে বৈদিক যুগের জীবাষ্মের চরম অনিশ্চয়তা
তাতে প্রতিবেশীর মহাভোগ বিলাসিতা মাত্র,
জানিনা মানুষের কাছে শুন্য ছাড়া
আর কোনো রাজকোষ আছে কিনা।
তবুও লোকে আফিম কিনে,কিনে শিকল।
No comments:
Post a Comment