Saturday, December 28, 2019

সুব্রত দেববর্মা

শূন্য রাজকোষ


একদিন সুনীল আকাশ বলতে
সুবিশাল আসমুদ্রহিমাচল কে বোঝাতো।
এখন আকাশ মানে সমঝোতা
আকাশ মানে মুক্তির চুক্তিসই,
বোঝায় কাঁটাতারের বেড়ার ওপারে
আছে খুল-যা-সিমসিমের একফালি গুহা।

যেখানে বৈদিক যুগের জীবাষ্মের চরম অনিশ্চয়তা
তাতে প্রতিবেশীর মহাভোগ বিলাসিতা মাত্র,
জানিনা মানুষের কাছে শুন্য ছাড়া
আর কোনো রাজকোষ আছে কিনা।

তবুও লোকে আফিম কিনে,কিনে শিকল।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...