Saturday, December 28, 2019

সুব্রত দেববর্মা

শূন্য রাজকোষ


একদিন সুনীল আকাশ বলতে
সুবিশাল আসমুদ্রহিমাচল কে বোঝাতো।
এখন আকাশ মানে সমঝোতা
আকাশ মানে মুক্তির চুক্তিসই,
বোঝায় কাঁটাতারের বেড়ার ওপারে
আছে খুল-যা-সিমসিমের একফালি গুহা।

যেখানে বৈদিক যুগের জীবাষ্মের চরম অনিশ্চয়তা
তাতে প্রতিবেশীর মহাভোগ বিলাসিতা মাত্র,
জানিনা মানুষের কাছে শুন্য ছাড়া
আর কোনো রাজকোষ আছে কিনা।

তবুও লোকে আফিম কিনে,কিনে শিকল।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...