Saturday, December 28, 2019

সংগীতা দেব

প্রিয় অসুখ

অসুখ তো আসে না বলে।
না বলে বাসা বাঁধা কিছু অসুখ, প্রিয় হয়।
তুমি সেই প্রিয় অসুখ আমার,
এই অসুখ না থাকলে মনে হয়,
সকাল আমার আলো দেয় না,
রাত আমার কাটতে চায় না,
কাজগুলো  যেন আমার ছন্দ ছাড়া লাগে।
এখন আর নিজেকে আয়নায় দেখিনা,
শাড়ির আঁচলটা ও মাটির সাথে দোল খায়।
চুলগুলো ও বাঁধা মানছে না,
ঝড় তুলছে বাতাসের সাথে।
জানালার ফাঁকে দেখা,আমার ছোট্ট আকাশটা,
গম্ভীর বিষাদে মগ্ন,কোনো কথা বলছে না।
নিঃশ্বাস আমার ভারি হয়ে আসছে,
এতো অসুখ যার জন্য,সে তো জানছে না,
তবু ও অসুখ যে আমার,গভীরে জড়াচ্ছে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...