Saturday, December 28, 2019

গৌরাঙ্গ রক্ষিত

কি চেয়েছি আর কি যে পেলাম

প্রতিটা মুহূর্ত চেয়েছি তুমি ভালো থাকো , 
রোদ , বৃষ্টি কে উপেক্ষা করেই , 
ছুটে গেছি তোমার কাছে । 
পেয়েছি অনেক ভালোবাসা তোমার কাছে , 
হয়তো পারিনি আমি তোমার মতো করে ভালোবাসতে , 
কিন্তু আমি বেসেছি ভালো আমার মতো করেই ।
তোমার মতো, শক্ত ব্যাখ্যা ছিলনা ভালোবাসার
আমার কাছে।
সহজ ভাবে নিজের অনুভূতিতে, মিশিয়েছিলাম তোমায়।
তুমি উপর থেকেই জানলে, আমায় ভালোবেসে।
অনুভবে, আমার ভালোবাসার রঙে মিশে যেতে পারোনি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...