Saturday, December 28, 2019

গৌরাঙ্গ রক্ষিত

কি চেয়েছি আর কি যে পেলাম

প্রতিটা মুহূর্ত চেয়েছি তুমি ভালো থাকো , 
রোদ , বৃষ্টি কে উপেক্ষা করেই , 
ছুটে গেছি তোমার কাছে । 
পেয়েছি অনেক ভালোবাসা তোমার কাছে , 
হয়তো পারিনি আমি তোমার মতো করে ভালোবাসতে , 
কিন্তু আমি বেসেছি ভালো আমার মতো করেই ।
তোমার মতো, শক্ত ব্যাখ্যা ছিলনা ভালোবাসার
আমার কাছে।
সহজ ভাবে নিজের অনুভূতিতে, মিশিয়েছিলাম তোমায়।
তুমি উপর থেকেই জানলে, আমায় ভালোবেসে।
অনুভবে, আমার ভালোবাসার রঙে মিশে যেতে পারোনি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...