Saturday, December 28, 2019

দেবব্রত চক্রবর্তী

রাবণ সাঁজো

মাতৃজঠরে জন্ম নিয়ে ধুলোয় পুড়াই নারীর চিতা ,
আগুন জ্বলুক রাম রাজ্যে লঙ্কায় ও সুরক্ষিত সীতা। 
ধর্মের থান গলায় বেঁধে কি লাভ তোর মূর্খ জনতা, 
ধর্ম গুলো অন্ধ রে আজ পুড়ছে দেখ ধর্ষিতা।।

মুক্ত  মনে আবেগ ছাড়ো 
শক্ত হাতে অস্ত্র ধরো 
নিজেকে আজ বাঁচার লড়াই 
নয়তো এবার বিক্রি করো।

সাঁজতে হবে তোমায় নারী 
ঢাকতে হবে বক্ষ খানা 
ছাড়ো তো এসব, অনেক হয়েছে 
হও তো এবার বীরাঙ্গনা।

দেখতো এবার আসবে কে 
বক্ষ চুষে আগুন পোঁড়াতে 
রাবন সাঁজো তোমরাই আজ 
তোমাদের কে বাঁচাতে।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...