প্রতিবাদ,তুমি কোথায় ?
কোথায় তোমার ভাষা?
প্রিয়ঙ্কা থেকে মুন্নেসা,
প্রয়োজন যে তোমাকে ।
চারিদিকে শুধুই
হানাহানি-রাহাজানি,
তবুও তুমি থাকবে নীরব?
ওঠো,জাগো,গর্জে ওঠো।
গর্জে ওঠো কলমের ধারায়,
গর্জে ওঠো সম্প্রতির সুরে ।
দিকে দিকে দেখা দেয়
এ সমজের কঙ্কালসার চেহারা।
তোমার নীরবতায়
আজ তারা উদ্ভুদ্ধ-উত্তেজিত ।
ওঠো, জাগো
মেলে ধরো তোমার ভাষা
ওরা জানে না, তোমার ক্ষমতা ।
ভাবে ওরা তাই, তুমি নগণ্য।
তুমি কৃষকের সম্পদ,
তুমি শ্রমজীবী-মেহানতী মানুষের সম্পদ ।
অশুভ, পুঁজিবাদ -সাম্রাজ্যবাদ
এ দেশের বুক থেকে নিপাত যাক ।
No comments:
Post a Comment