Saturday, December 28, 2019

পিযুষ রায়

আগুয়ান 

প্রতিবাদ,তুমি কোথায় ?
কোথায় তোমার ভাষা?
প্রিয়ঙ্কা থেকে মুন্নেসা,
প্রয়োজন যে তোমাকে ।
চারিদিকে শুধুই 
হানাহানি-রাহাজানি,
তবুও তুমি থাকবে নীরব?
ওঠো,জাগো,গর্জে ওঠো।
গর্জে ওঠো কলমের ধারায়,
গর্জে ওঠো সম্প্রতির সুরে ।
দিকে দিকে দেখা দেয়
এ সমজের কঙ্কালসার চেহারা।
তোমার নীরবতায় 
আজ তারা উদ্ভুদ্ধ-উত্তেজিত ।
ওঠো, জাগো
মেলে ধরো তোমার ভাষা 
ওরা জানে না, তোমার ক্ষমতা ।
ভাবে ওরা তাই, তুমি নগণ্য।
তুমি কৃষকের সম্পদ,
তুমি শ্রমজীবী-মেহানতী মানুষের সম্পদ ।
অশুভ, পুঁজিবাদ -সাম্রাজ্যবাদ 
এ দেশের বুক থেকে নিপাত যাক ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...