Saturday, December 28, 2019

দিপ্সী দে

অবাক পৃথিবী

ভালো মন্দের জলসাঘরে আমরা বুঝি পুতুল
তাকিয়ে থাকি কোনো একদিন আসবে সে সময়
সকল মন্দ ভুলে আপন করবে আপন।
থামবে ঝড় উঠবে চাঁদ 
প্রয়োজন শুধুমাত্র অবকাশ।
যদি হতে চাও ভালো 
ভুলে যাও সব লেন দেন
যদি তুমি কবি হও
নীরবে লিখে যাও
ভালোমন্দের জলসাঘরে আপন মানে কালো
কবি হয়ে সে আছে ভালো।
পৃথিবী জুড়ে অসুখ সবার
আমি আছি ভালো।
অবাক পৃথিবী সব শূন্য।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...