Saturday, December 28, 2019

সৈকত সরকার

না হলাম রবীন্দ্রনাথ, না হলাম রোদ্দুর। 

না হলাম রবীন্দ্রনাথ                 
না হলাম রোদ্দুর

ভগা জানে কদিন দৌড়াবো,দৌড়াবো আর কদ্দুর ।

না হলাম দুঁদে বুদ্ধিজীবী          
না হলাম শুদ্ধ গান্ডু

আমি উলঙ্গ রাজার সেই শিশুটা নির্ভয়ে ভাঙ্গি ফান্ডু ।

না হলাম ক্লাসের ফাস্ট বয়
না হলাম ব্যাকব্যাঞ্চার পুরো

আমাতে আমি জম্পেশ ভিলেন, আমাতে আমি হিরো।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...