Saturday, December 28, 2019

প্রীতম শীল

যারা গড়ে ইমারত
           

আজ স্বচক্ষে দেখলাম হাজারো শ্রমিক, 
বহু কষ্টে সিঁড়ি বেয়ে ইমারত গড়ে! 
কিন্তু তাদের কারোই ছাদ নেই,
কলঙ্কহীন মাথার উপরে। 
তবুও দিনের পর দিন তারা কষ্ট করে,
হাড় ভাঙা মটমট শব্দে। 
দিন শেষে সামান্য মজুরী তবুও শ্রমিক, 
সব সয়ে যায় নিঃশব্দে। 
কারণ ঘাম ঝরানো টাকায় নেই গরম,
নেই কোনো অহংকার।
শান্ত মনে শ্রমিক তবুও গড়ে,
সুন্দর ইমারতের বাহার।
দেখেছি আমি ষাটোর্ধ্ব বয়সে, 
ষাট কিলো ওজন তুলতে।
বছর পনেরো ছেলেটা সেও এসেছিল, 
অভাবের জ্বালা ভুলতে।
দেখেছি মা জাতির মেয়েটা শাড়ি না পড়ে,
পুরুষের শার্ট গায়ে জড়িয়েছে।
আসলে টাকা কি সমাজে এতটাই,
প্রয়োজনের গন্ধ ছড়িয়েছে?
আমার তোমার শ্রম যারা কিনছে আজ,
হাটবাজারে অতি সস্তায়। 
হাঁড় ভেঙে একদিন চলে যাবো আমি তুমি,
তাতে কার কি আসে যায়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...