জগৎ জননী মা
অসুরদলনী শান্তি স্বরূপিনী
মৃন্ময়ী ত্রিনয়নী মা তুমি ,
সর্বজীবে শান্তি দায়িনী
নতমস্তকে প্রণমি আমি ।
মিথ্যা ব্যভিচার অনাচার সৃষ্টি
ভুলুণ্ঠিত বিপথগামী সভ্যতা কৃষ্টি
সদাতৎপর তুমি প্রতিষ্ঠায় সত্যের জয় ,
মাতারূপে তুমি পূজিতা ভূলোকে
পুত্র-কন্যা ধন্য তোমার আলোকে
তমসা বিদীর্ণ করি ধরা দাও শান্তির আহ্বানে কোটি চিত্তে জাগে সুখ তোমায় আভূমি প্রণামে ।
সত্যের পূজায় নিয়োজিত মুখোশধারী যারা
জাগাও তাদের বিবেক ;ঘুচাও আঁধার কারা,
অর্থ যশ প্রতিপত্তি যাদের কিছু নাই
তাদের জন্য আজ শুভকামনা চাই ।
তুমি শ্যামা তুমি দুর্গা
সকল সন্তানের তুমি জগৎ জননী দশভূজা মা
এসো শরতের হিমেল হাওয়ায়
কাশফুলের স্নেহের দোলায় ,
ধুনুচি নাচের ড্যাম কুড় কুড় ঢাকের ছন্দে তালে
নাশো দুষ্ট দস্যু দাম্ভিকগণে ,
শান্তিধারা ছড়িয়ে দিয়ে
আনন্দের হিল্লোল বাজাও সবার মনে প্রাণে ।
No comments:
Post a Comment