Sunday, October 6, 2019

জয় চক্রবর্তী

আগমনীর আগমন

বর্ষার অবকাশে 

শরত এলো নতুন সাজে
কাশফুলের দোলায় আর শিউলি ফুলের গন্ধে
আজ মন ভাসে পূজার আনন্দে।
শ্বেতশুভ্র মেঘরাশি গগনে গগনে 
শারদ প্রকৃতি সেজে উঠেছে মায়ের আগমনে।
শোনা যায় মায়ের পদধ্বনি ঐ দূরে
মহালয়ার শুভ ভোরে
ঢাই কুরা কুর ঢ্যাং কুরা কুর ঢাকের সুরে।
শিউলি ফুলের গন্ধে
আজ মাতোয়ারা এই মন 
করতে মায়ের "চিন্ময়ীকে মৃন্ময়ীতে" আহ্বান
খুশির শরত আকাশ জুড়ে,
দুলছে কাশের বন 
এখন শুধু 
অপেক্ষায়, আমার মায়ের আগমন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...