আগমনীর আগমন
বর্ষার অবকাশে
শরত এলো নতুন সাজে
কাশফুলের দোলায় আর শিউলি ফুলের গন্ধে
আজ মন ভাসে পূজার আনন্দে।
শ্বেতশুভ্র মেঘরাশি গগনে গগনে
শারদ প্রকৃতি সেজে উঠেছে মায়ের আগমনে।
শোনা যায় মায়ের পদধ্বনি ঐ দূরে
মহালয়ার শুভ ভোরে
ঢাই কুরা কুর ঢ্যাং কুরা কুর ঢাকের সুরে।
শিউলি ফুলের গন্ধে
আজ মাতোয়ারা এই মন
করতে মায়ের "চিন্ময়ীকে মৃন্ময়ীতে" আহ্বান
খুশির শরত আকাশ জুড়ে,
দুলছে কাশের বন
এখন শুধু
অপেক্ষায়, আমার মায়ের আগমন।
No comments:
Post a Comment