Saturday, October 5, 2019

অমিত রুদ্র পাল

ভোর

শৈত্য সিক্ত শিথিল ভোরে
ডুবে রজনী পাপড়ির মোড়ে
আকুল নয়ন ফুটে ঘাসে
যেন দিবস কুয়াশায় ভাসে ।

শৈত্য সিক্ত শিথিল ভোরে
কুঞ্চন সুবাস বাঁধিলো মোরে
কে যেন , কে যেন ..!
আঙ্গিনায় সে ঝরে কেন ?

শৈত্য সিক্ত শিথিল ভোরে
গুচ্ছ ধোঁয়াশা আঁকড়ে ধরে ,
শ্বাস ফুলকা ঋতুর চুম্বন
ঠোঁটের ফাঁকে লুকায় গোপন।

শৈত্য সিক্ত শিথিল ভোরে
জানি কে এক নামে দূরে ..!
বর্ধিষ্ণু অরূণ স্পর্শের সুরে
মেঘের কেশে উড়ে ঘুরে ।

তারুণ্য তন্মাত্র নিত্য বলয়ে
তঁচন তুষ্টি লাবণ্য উদয়ে
ঘুমন্ত প্রহর সদ্য  ঘরে
শৈত্য সিক্ত শিথিল ভোরে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...