দুই মা তুই আনন্দ রানী
হৃদয়ের উল্লাস উদ্ভাসিত কাশ ফুল আর শিউলি ঝরা মৃদু কুয়াশা আচ্ছন্ন প্রত্যুষে নিশাবসান ।এই হর্ষ উন্মাদনা ঘনীভূত আজ মায়ের আগমনী লগ্নে সকল প্রাণে।
মূর্তির মাকে ঘিরে সন্তানের আনন্দ। সন্তানকে ঘিরে মায়ের আনন্দ ।অর্থাৎ এই আনন্দ একটা সিঁড়ি বেয়ে আসে ।অতএব এই আনন্দের মাঝে যদি ব্যক্তিগত নিরানন্দো আসে সেটা হবে সকলের বেদনা বহনীয় প্রহর।তাই সতর্কতার সঙ্গে চলতে হবে,রাখতে হবে তীক্ষ্ণ দৃষ্টি । যাদের মোটর সাইকেলে প্যান্ডেল দেখা এবং মায়ের চরণ দর্শনের স্পৃহা তা যেন সুস্বাস্থ্যে সমাপন হয়।মনের গতিকে ঠাই দিয়ে যেন বাইকের গতি না বাড়ে। আমার জননী আমার আনন্দে মাতোয়ারা ।তাঁরে যেন বেদনা না দেই ।এই যেন শারদীয় প্রতিজ্ঞা ।
তিনটা রাত কাটে দেখে দেহের গড়ন,
পাই যেন তোর নাম আর আলতা চরণ।
No comments:
Post a Comment