Sunday, October 6, 2019

প্রীতম শীল

পালিয়ে যাবি কোথায়!


দু এক প্যাকে মাথা গেল চড়ে,
চল না দূর্গা বলে গলা ফাটাই চিৎকারে।
আরে না না আরেকটু ঢালি চল,
আমার না নেশাটা তেমন হলনা রে। 
আচ্ছা বেশ তবে চল,
হোকনা আরও দু'চার প্যাক,
হ্যাঁ তবে চল চল চল,
ফুল মস্তিতে সব করবো এক।
আচ্ছারে একটা মেয়ে হবে কেমন হয়?
আনন্দ টা বাড়বে কি তবে?
আরে ফাটাফাটি জোস,
খাঁটি কথা বলেছিস সবে।
ঐ দেখ দেখ একটা মেয়ে,
আরে ধর ধর তাইরে।
ধর ধর ধর, পালিয়ে যাবে কোথায়? 
একা রাস্তা কেউ নেইরে।
ও সুন্দরী যাবি কোথায়? 
কথা বলিসনা বন্ধু, তাড়াতাড়ি কর,
যা সব শেষ, মরে গেলো নাতো? 
একটু শ্বাস আছে,জোরে গলাটা চেপে ধর।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...