Sunday, October 6, 2019

অর্পিতা আচার্য

আগমনী

অনেক দূরের গন্ধ লেগে থাকে
তোমার আকাশ বার্তায়
সাদা মেঘের ফেনায়িত ধূম্রজালে ভর দিয়ে
ভোরের ভৈরবী পাঠিয়ে দাও মুঠো ভরে
রাত্রির প্রসব বেদনাক্লান্ত ঝিনুক-গহ্বরে
তারা কিছু মুক্তো বোনে
এই যে আজ রাত ভর জানালায় জাগবে
একটি ম্লান গাছের ডাল ,
সেই ডালে একটি চুপ পাখি , ভীতু পাখি
অন্ধকারের বুনোটে তিরতির কাঁপছে তার
ধূসর ছোট্ট বুক
তারও তো মননে শরৎ ভোর , ডানায় সমুদ্রস্বন

পাঠিয়ে দিয়েছ গুচ্ছ শিউলি সকাল
ইথার তরঙ্গে
পাঠিয়ে দিয়েছ মেঘ ছেঁড়া ছেঁড়া , ঝুলবারান্দায়
বিমগ্ন রাত্রি জুড়ে কালো ক্যানভাসে
বুলিয়ে শুভ্র তুলি আঁকবো তাকে

আমার এই দ্রবীভূত হৃদয় আকাশে

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...