Saturday, October 5, 2019

বিনয় শীল

তুমি আসবে তো?
                         

মা, তুমি আসবে তো?
হ্যাঁ, নিশ্চয় আসবে !
তুমি আসবে বলেই না-
ভুবন আনন্দে মাতলো,
বেজে উঠলো ওই -
আলোর বেণু ।

কিন্তু মা, তুমি-
আসবে কোথায়?
বাপের বাড়ি ?
ওহ্ !
তুমি খবর পাওনি বুঝি?
সে তো এখন-
অসুরদের দখলে !
আগে হয়তো,
এরাই ছিলো-
রক্তবীজ, মহিষ,
চণ্ড-মুণ্ড, শুম্ভ-নিশুম্ভ
ওই সেকেলে আরো
কতো কি রূপে।

কিন্তু এখন ওরাই
ডিজিটাল অসুর।
আধুনিক ড্রেসে,
নেট্ স্পেশালিস্ট্।
ছদ্মবেশ নামক
যবনিকার অন্তরালে
ওদের যতো -
কর্মকাণ্ড।

ছেলে গুলো তোমার-
মেরুদণ্ডহীন।
সব কিছুকেই-
ওরা পলিটিক্সের দূর্বোধ্য
প্যাঁচে ফেলে-
কেবল দলা পাঁকায়।
এদের কেউ কেউ আবার
অসুর মতাদর্শিক।

তোমার মেয়েদের-
কথা বলছো ?
ওদের বেশীরভাগ তো -
তোমার ভক্ত বেশধারী
নেট পারদর্শী
ডিজিটাল অসুরদের
কব্জায় বন্দী।

ওদের ইচ্ছা করে তো,
নাচাবে, গাওয়াবে,
ইচ্ছে হলো তো-
বিবস্ত্র করবে,
কাটবে, ছিঁড়বে,খাবে।
রক্তাক্ত করবে জঘন্য
পিপাসা মিটাতে-
উৎকট চিৎকারে
উল্লাস করবে !

কিন্তু,  মা বলছি কি জানো?
ঐ অসুরদের সাথে,
তোমার কিছ-ু
ভক্ত পরিচয়ধারী,
তোমার-
পূজো আয়োজনকে
কলুষিত করতে,
প্রস্তুত করে-
নৈশ-নৃত্য ও
একাধীক মাদকীয় মেনু।

এরপরও মা তোমাকে-
আসতে হবেই।
তবে বাপের বাড়িতে নয়,
কঠিন যুদ্ধক্ষেত্রে।
পূজো পেতে নয়,
অসভ্যদের কণ্ঠনালী বিদীর্ণ করতে।
স্নেহ পরায়ণা মাতৃ রূপে নয়,
পরন্তু, ভয়ঙ্কর বিকট নয়না,
ভীষণ বদনা, রক্তদন্তা- রণচামুণ্ডা রূপে
আজ তোমাকে-
আহ্বান করি মা।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...