Saturday, October 5, 2019

বিনয় শীল

তুমি আসবে তো?
                         

মা, তুমি আসবে তো?
হ্যাঁ, নিশ্চয় আসবে !
তুমি আসবে বলেই না-
ভুবন আনন্দে মাতলো,
বেজে উঠলো ওই -
আলোর বেণু ।

কিন্তু মা, তুমি-
আসবে কোথায়?
বাপের বাড়ি ?
ওহ্ !
তুমি খবর পাওনি বুঝি?
সে তো এখন-
অসুরদের দখলে !
আগে হয়তো,
এরাই ছিলো-
রক্তবীজ, মহিষ,
চণ্ড-মুণ্ড, শুম্ভ-নিশুম্ভ
ওই সেকেলে আরো
কতো কি রূপে।

কিন্তু এখন ওরাই
ডিজিটাল অসুর।
আধুনিক ড্রেসে,
নেট্ স্পেশালিস্ট্।
ছদ্মবেশ নামক
যবনিকার অন্তরালে
ওদের যতো -
কর্মকাণ্ড।

ছেলে গুলো তোমার-
মেরুদণ্ডহীন।
সব কিছুকেই-
ওরা পলিটিক্সের দূর্বোধ্য
প্যাঁচে ফেলে-
কেবল দলা পাঁকায়।
এদের কেউ কেউ আবার
অসুর মতাদর্শিক।

তোমার মেয়েদের-
কথা বলছো ?
ওদের বেশীরভাগ তো -
তোমার ভক্ত বেশধারী
নেট পারদর্শী
ডিজিটাল অসুরদের
কব্জায় বন্দী।

ওদের ইচ্ছা করে তো,
নাচাবে, গাওয়াবে,
ইচ্ছে হলো তো-
বিবস্ত্র করবে,
কাটবে, ছিঁড়বে,খাবে।
রক্তাক্ত করবে জঘন্য
পিপাসা মিটাতে-
উৎকট চিৎকারে
উল্লাস করবে !

কিন্তু,  মা বলছি কি জানো?
ঐ অসুরদের সাথে,
তোমার কিছ-ু
ভক্ত পরিচয়ধারী,
তোমার-
পূজো আয়োজনকে
কলুষিত করতে,
প্রস্তুত করে-
নৈশ-নৃত্য ও
একাধীক মাদকীয় মেনু।

এরপরও মা তোমাকে-
আসতে হবেই।
তবে বাপের বাড়িতে নয়,
কঠিন যুদ্ধক্ষেত্রে।
পূজো পেতে নয়,
অসভ্যদের কণ্ঠনালী বিদীর্ণ করতে।
স্নেহ পরায়ণা মাতৃ রূপে নয়,
পরন্তু, ভয়ঙ্কর বিকট নয়না,
ভীষণ বদনা, রক্তদন্তা- রণচামুণ্ডা রূপে
আজ তোমাকে-
আহ্বান করি মা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...