Sunday, October 6, 2019

সম্পাদকীয় পাতা

এর আগে মনন স্রোত এত কম সংখ্যক লেখা নিয়ে প্রকাশিত হয়নি! ধারাবাহিকতার একটা বিড়ম্বনার দিক হলো এর থেকে বেরিয়ে আসা যায় না। বিজ্ঞপ্তিতে আমরা শারদীয়ার জন্য লেখা চেয়েছিলাম। অজানা কারণে প্রচুর ধারাবাহিক লেখা আমাদের কাছে এসেছে। এই সংখ্যায় পুজোর লেখা বাছাই করা খুবই কষ্টকর ছিলো। একটা ধারাবাহিক সংখ্যাকে শারদীয়ার সংখ্যায় পরিণত করার মতো কাজ আসলে খুব একটা সহজ নয়। যাইহোক যারা এই সংখ্যায় লিখেছেন এবং যাদের লেখা আমরা এই সংখ্যায় প্রকাশ করতে পারিনি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

ছোট হলেও এই সংখ্যায় যতটা সম্ভব গুণগতমান ধরে রাখার চেষ্টা করেছি। বিচার করার দায়িত্ব পাঠকের। সবশেষে মনন স্রোতকে তার সামাজিক দায়িত্ব পালনে আপনার এভাবেই সহযোগীতা করবেন এই আশা ব্যক্ত করে কথা বলার ইতি টানছি।

                  শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
                       অষ্টমী বৈষ্ণব
                   ভারপ্রাপ্ত সম্পাদিকা
                   শারদীয়া || মনন স্রোত

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...