Sunday, October 6, 2019

সত্য রঞ্জন দে

এই শরতে 

মন  চাই ,শরতের ঐ সাদা মেঘের ভেলায় 

ওকে নিয়ে ,পরিযায়ীর মতো দিগন্তে পাড়ি দিতে ,

ভালোবাসার নিগূঢ় বাঁধনে , আঁখিতে আঁখি  রেখে মরনে মিশে যায়  !

মন চাই , শরতের  নিরালা বাতাসে,ওকে নিয়ে 
নদী তীরে কাশবনে অনন্ত চলতে ,  
জীবন যন্ত্রনা ভুলে,মনের মাধুরী মিশিয়ে,
এক স্বপ্নিল জীবন বুনতে !
তবু আজ , বাস্তবের কষাঘাতে 
মনের অলি-গলি বিষাদে খাঁ-খাঁ করে,
তোমার সৃষ্টির মহিমায়,পৃথিবী থরো-থরো 
যেন অসুরেরা এখনও জীবিত !
তোমার আহবানেও ,আকাশে কালোমেঘের আনাগুনা ঢাকেরসুরে হৃদয়ে ঝড় উঠেনা,শিউলিঝরে না আঙ্গিনায় 
সাজু -সাজু রব নেই ,পৃথিবী যেন নিরুত্তাপ ,
দশমীর পূর্বেই যেন কান্নার রোল !

তোমার মুখেও পিত্রালয়ে যাবার সেই সুখ নেই
সন্তানের ভাবনায় যেন বিভোর 
মাগো ,বৃথা এত আয়োজন ,এর চেয়ে ছিল বেশ 
লালপাড়ের সাদাশাড়ি ,কুঁড়েঘরে অর্ঘ্যদি অর্পণ ?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...