Sunday, October 6, 2019

উর্মি সাহা

মা, ভালো আছো?


মা!

এই মায়াবী দেহ দিল মা,
মা-ই প্রথম শিক্ষা গুরু।
মা,তোমার চরণতলেই ত্রিভুবনের সব সুখ।
মা,তুমিই দেবীর রূপ।
মা-ই শক্তির মন্ত্র-,,,
মা-ই স্বস্তির শেষ পর্যায়।


কিন্তু মা•••

তুমি ভালো আছো?

এই নরপিশাচরা তোমায় ভালো রেখেছে কি??


জানো মা•••

রোজ নিস্তব্ধতায় পার্থক্য অন্বেষণে ব্যস্ত আমি,

তুলনা করি;তোমার আর জন্মদাত্রী মায়ের।। 
কিন্তু আজও আমি ব্যর্থ।
তবে মা,সর্বস্থানে আছে বিভেদ-


ঘরের মায়ে আর মন্দিরের মায়ে।

সম্প্রদায়ে যে তুমি বিভাজিত মা
এই সমাজ আজ বিকলাঙ্গ হয়ে উঠেছে;
এখন প্রয়োজন শুধু তোমার আদর্শের,,!
ঘরের মায়েরা লাঞ্চিত আজ অকারণ।
মা, তোমার দশভুজে অস্ত্র অসাধারন,,,
ঘরের মায়ের দু'হাত বেঁধে করছে অবাধ নিপীড়ন।

তাই বলছি, মা•••••
ভালো আছো তো?
এই ভোগ বিলাসি নরজাতি; 
তোমায় ভালো রাখবে তো?


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...