Wednesday, May 31, 2023

দেবাশিস দাস

ব্রহ্মপুত্র

                         
পাটাতন সরিয়ে দিলে উঁকি দেয় 
অবশিষ্ট ব্রহ্মপুত্র নদ।

সমান্তরাল। নিষিদ্ধ এক যাত্রা।।

আজীবন অভিশাপ বয়ে বেড়ায় যে নদ
তার নির্জন বুকে-  তীব্র হাহাকার!

মানুষের অভাব।

আত্মমুখী এই পুরুষটিকে  
আমি তাই , মা' বলে ডাকি…

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...