Wednesday, May 31, 2023

দেবাশিস দাস

ব্রহ্মপুত্র

                         
পাটাতন সরিয়ে দিলে উঁকি দেয় 
অবশিষ্ট ব্রহ্মপুত্র নদ।

সমান্তরাল। নিষিদ্ধ এক যাত্রা।।

আজীবন অভিশাপ বয়ে বেড়ায় যে নদ
তার নির্জন বুকে-  তীব্র হাহাকার!

মানুষের অভাব।

আত্মমুখী এই পুরুষটিকে  
আমি তাই , মা' বলে ডাকি…

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...