তোমারে পাইবার পর
তোমারে পাইবার আগে
শেষ কবে কানছিলাম
মনে নাই।
মাইনসে আঘাত দিলে
কান্দা আইয়ে না।
দুইদিন উপাস থাকলেও
খবর কয় না পেট।
চলতে না পারলেও
কেমন দিব্যি চইলা যায় দিন।
তবুও, চোখ দিয়া বাইরয়না জল।
অথচ তোমার ভালবাসা পাইবার পর
মাজরাইতে বুক চাইপ্যা ধইরা কেমন
বন্যা ভাসাই...
No comments:
Post a Comment