Wednesday, May 31, 2023

ভবানী বিশ্বাস

তোমারে পাইবার পর

তোমারে পাইবার আগে 
শেষ কবে কানছিলাম
মনে নাই। 

মাইনসে আঘাত দিলে
কান্দা আইয়ে না। 

দুইদিন উপাস থাকলেও 
খবর কয় না পেট। 

চলতে না পারলেও
কেমন দিব্যি চইলা যায় দিন। 

তবুও, চোখ দিয়া বাইরয়না জল। 

অথচ তোমার ভালবাসা পাইবার পর 
মাজরাইতে বুক চাইপ্যা ধইরা কেমন 
বন্যা ভাসাই...

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...