Wednesday, May 31, 2023

মৌসুমী গোয়ালা

সব পারি না

আমি নারী, আমি সব পারি না।
   
পারি না, ভিড় ঠাসা বাসে ট্রেনে অপ্রত্যাশিতভাবে শরীর ছুঁতে।
লোক সমারোহে কোন স্ত্রীলোককে কেন্দ্র করে ভিড়ের মাত্রা বাড়িয়ে তুলতে।

পারি না, মধ্যরাতে মানসিক ভারসাম্যহীনাকে অঙ্কশায়িনী করতে।
বস্তি কিংবা ফুটপাত থেকে তুলে এনে লোভ, রিরংসা উগড়ে দিতে।

পারি না, পণপ্রথার ছোঁবলে তাজা প্রাণ কেড়ে নিতে।
আপাদমস্তক গ্লানীতে ডুবিয়ে জীবন্তলাশ বানাতে।

পারি না, সমাজের দোহাই দিয়ে প্রাণচাঞ্চল্যকে নিশ্চল হতে দেখতে।
তন্বীর রঙিন স্বপ্নগুলোকে ধূসর কালোয় ঢাকতে।

পারি না, পৃথিবীর আলো দেখা সদ্যজাতকে আস্তাকুড়ে ছুঁড়ে ফেলতে।
নিমেষে দেহাবয়বের সৌন্দর্যকে অ্যাসিডে ঝলসাতে।

আমি , এসবের কিছুই করতে পারি না।
আর পারি না, নারী বলেই।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...