দৃশ্য
বাইরে বৃষ্টি হচ্ছে দেখে যে কাঁদবে সে একজন শিশু,
একই দৃশ্য দেখে যে কবিতা লিখবে সে একজন কবি,
আর যে মিথুনের বাসনা করবে সে একজন প্রজননক্ষম পুরুষ।
এই তিনজনের মধ্যে আমি ও তুমি এক একটি পর্যায়,
আর তিনটি মুহূর্ত পরিচালনায় আছে একজন করে অদৃশ্য নারী।
No comments:
Post a Comment