Wednesday, May 31, 2023

রাহুল শীল


দৃশ্য
       
বাইরে বৃষ্টি হচ্ছে দেখে যে কাঁদবে সে একজন শিশু,
একই দৃশ্য দেখে যে কবিতা লিখবে সে একজন কবি,
আর যে মিথুনের বাসনা করবে সে একজন প্রজননক্ষম পুরুষ‌।

এই তিনজনের মধ্যে আমি ও তুমি এক একটি পর্যায়,
আর তিনটি মুহূর্ত পরিচালনায় আছে একজন করে অদৃশ্য নারী।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...