Wednesday, May 31, 2023

অভিজিৎ রায়

হায়রে সমাজ 

অনেক গরীব খেতে পারছে না ভাত
আর কেউ নাইট ক্লাবে কাটাচ্ছে রাত

কত না দেখছি নাটক এখানে
বুঝে না কেউ একদিন তো যাবে স্বশানে

কেউ বা ডাস্টবিন থেকে কুড়িয়ে খায় 
আর কেউ গরীবদের চুষে বেড়ায়

টাকা তো কামায় করে সবাই
কতজনই বা গরীবের পাশে দাঁড়ায়

কত বাবা-মা না খেয়ে পড়ে আছে রাস্তায়
আবার কত শিশু ছোট বেলায় মা বাবা হারায়


 মানুষ কোটিপতি হয় গরীবের কাঁধে চড়ে 
সেই কোটিপতিই গরীবের সব নিচ্ছে কেড়ে


সততার নেই কোন দাম না আছে সন্মান
সৎ মানুষ হলে সহ্য করতে হয় অপমান।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...