Wednesday, May 31, 2023

প্রণব দাস

একমুঠো_স্বপ্ন
            

নিশাচরীরা গর্তের সন্ধানে অনুতাপ মেটায়,
গবেটগিরি আজও চলে ফেইক প্রোমিস এর বন্যায়।
রাস্তার বুকে হাজার ওয়ারিয়র,পদধূলিতে কাঁপছে ভূধর,
যৌবনের আগুনে ছাই তাই,আজকের এই প্রহর।

বিশ্বাসটা আজও আছে,তবে সকালটা চাই,
বেম্বো স্টিকটা কাঁধে নড়ে,সেই বসন্তের আশায়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...