কালবৈশাখী
বৃষ্টির সৃষ্টি ধুলো রথে ছুটিয়েছে ঘোড়া
কালবৈশাখী পাথর বরফ গোলায়।
গরমে হাঁসফাঁস জীবন শান্তির
মুষলধারা খোঁজে ক্ষণে ক্ষণে।
মেঘেরা হেসে হেসে উড়ে যায়
মুষলধারে ঝরার নাটক করে।
অগোছালো করে যায় জীবন
পৃথিবীর মহারণে বজ্রবিদ্যুৎ বাণে।
তবুও কালবৈশাখীর আহবান
মানববন্ধনে হৃদয়ের টানে।
মেঘ আর পৃথিবীর চিরপ্রেম
বৃষ্টি বহন করে আজীবন ভরে।
পৃথিবীর কৃএিম আলো বাহার ক্ষনিক
আদিম অন্ধকারে,হারিকেন জ্বলে,
কালবৈশাখী মায়াবী রাতে।
No comments:
Post a Comment