Wednesday, May 31, 2023

রুপন সূত্রধর

কালবৈশাখী

বৃষ্টির সৃষ্টি ধুলো রথে ছুটিয়েছে ঘোড়া 
কালবৈশাখী পাথর বরফ গোলায়।
গরমে হাঁসফাঁস জীবন শান্তির 
মুষলধারা খোঁজে ক্ষণে ক্ষণে। 
মেঘেরা হেসে হেসে উড়ে যায় 
মুষলধারে ঝরার নাটক করে। 
অগোছালো করে যায় জীবন
পৃথিবীর মহারণে বজ্রবিদ্যুৎ বাণে।
তবুও কালবৈশাখীর আহবান
মানববন্ধনে হৃদয়ের টানে।  
মেঘ আর পৃথিবীর চিরপ্রেম 
বৃষ্টি বহন করে আজীবন ভরে। 
পৃথিবীর কৃএিম আলো বাহার ক্ষনিক 
 আদিম অন্ধকারে,হারিকেন জ্বলে, 
কালবৈশাখী মায়াবী রাতে।
                        

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...