গভীর নিদ্রায় নিদ্রিত সবাই
চোখে মুখে থাকে ক্লান্তি,
সুখ দুখ ভূলে শিয়রে দাড়ায়ে
সারা রাত জাগে শান্তি।
সারা দেশময় ঘুমাতো সবাই
তেল দিয়ে নাকে কানে,
ভোর হলে সবার ঘুম ভেঙ্গে যেতো
পাখিদের কলতানে।
অশান্তি ভাবিল -- "মানুষের থেকে
যদি পারি ঘুম কিনতে,
সারাটি জীবন কেটে যাবে মোর
থাকবেনা আর চিন্তে।"
অশান্তি আসিল ঘুম কিনিতে
কাড়ি কাড়ি টাকা লয়ে,
ব্যবসা তাহার জমিয়া উঠিল
মানুষেরে বলে কয়ে।
মনুষ্য জাতি বড়ই যে লোভী
অশান্তির আছে জানা,
অর্থের মোহে ঘুম বিক্রিতে
করেনিকো কেউ মানা।
শান্তি কহিল-- "ওহে মনুষ্য,
রাত দিন জাগি আমি,
আমাকে তাড়াইয়া অশান্তি আজ
তোমাদের কাছেই দামী?"
চোখে জল ফেলে শান্তি যে গেল
অশান্তি আসিল দেশে,
হঠাৎ রক্তে রাঙিয়া উঠিল
অশান্তির খুন সন্ত্রাসে।
চোখের ঘুম সবাই বিক্রি করিয়া
জেগে থাকে দিনে রাতে,
কখন যে কার মুন্ডটা যাবে
অশান্তির কালো হাতে।
চোখে নেই ঘুম আজ আর কারো
চোখ খোলা রাখে সবে,
অশান্তির আগুন দাবানলের মতো
জ্বলে উঠে কখন কবে ?
No comments:
Post a Comment