Wednesday, May 31, 2023

সৌরভ দেবনাথ

তোমার আমি

চারিদিকে কত বাধা 
আমার আর তোমার মাঝে 
কবে যে তোমাকে পাবো
বাঁধাহীন ভাবে আমার কাছে 
হয়তো মাঝে মাঝে আমাদের 
লেগে থাকে ঝিজড়া 
দিন শেষে আবার পারিনা 
একজন আরেকজন কে ছাড়া
আমি চিরকাল যেতে চাই 
তোমার পাশে থেকে 
সারাজীবন কাটাবো একসাথে 
তোমার হাতে হাত রেখে 
তোমার মনের খুশিতে 
ফুটে উঠে আমার মুখের হাসি 
আমার মন বলে শুধু 
তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...