Wednesday, May 31, 2023

সপ্তশ্রী কর্মকার

বারুদ
 

ছাদে যখন মাছি দেখি,
বুঝি, প্রেমিকের ঘাম মাখা শার্টটা ঝুলে আছে!
অথচ শহরের বিকেল জুড়ে শুধুই বসন্ত ,
তখন বেলী ফুল খোপায় জড়িয়ে প্রেমিককে বুকে আগলে নিই,

 তার আদর মাখা ভাবনাগুলো বারুদে মিশে গিয়ে ...
 সন্ধ্যার স্নানঘরে ঠেলে দেয় আমায়, 

আর চৈত্রে পুড়ে খাক হওয়া কাব্যকে গান করে তোলে সে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...