ছাদে যখন মাছি দেখি,
বুঝি, প্রেমিকের ঘাম মাখা শার্টটা ঝুলে আছে!
অথচ শহরের বিকেল জুড়ে শুধুই বসন্ত ,
তখন বেলী ফুল খোপায় জড়িয়ে প্রেমিককে বুকে আগলে নিই,
তার আদর মাখা ভাবনাগুলো বারুদে মিশে গিয়ে ...
সন্ধ্যার স্নানঘরে ঠেলে দেয় আমায়,
আর চৈত্রে পুড়ে খাক হওয়া কাব্যকে গান করে তোলে সে।
No comments:
Post a Comment