Wednesday, May 31, 2023

অগ্রদীপ দত্ত

সত্যের অন্বেষন

এত কাল যাহাকে খুঁজি,
 সে আজ ডুব দিয়াছে নিশিথের আঁধারে,
 আর ধূসর বনের মিথ্যার পাহাড়ে,
 নেই কোনো বাস্তব সত্য প্রান প্রাণীর স্পন্দন আর আস্বাদন,
 তবুও অন্বেষন লাঠি হাতে চড়াই ভুলে ভরা পাহাড়ে।

 চারিদিকে মিথ্যা যেন ঘর বুনেছে,
 আমারে ডাকে তাহারা অতিথ্য গ্রহনে,
বশ করিতে জানে আপন সাজিয়ে৷
কাহারে খুঁজি কে জানে,
  বলা যায় সত্যের স্বাদ অন্বেষনে৷



No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...