Wednesday, May 31, 2023

অগ্রদীপ দত্ত

সত্যের অন্বেষন

এত কাল যাহাকে খুঁজি,
 সে আজ ডুব দিয়াছে নিশিথের আঁধারে,
 আর ধূসর বনের মিথ্যার পাহাড়ে,
 নেই কোনো বাস্তব সত্য প্রান প্রাণীর স্পন্দন আর আস্বাদন,
 তবুও অন্বেষন লাঠি হাতে চড়াই ভুলে ভরা পাহাড়ে।

 চারিদিকে মিথ্যা যেন ঘর বুনেছে,
 আমারে ডাকে তাহারা অতিথ্য গ্রহনে,
বশ করিতে জানে আপন সাজিয়ে৷
কাহারে খুঁজি কে জানে,
  বলা যায় সত্যের স্বাদ অন্বেষনে৷



No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...