Wednesday, May 31, 2023

পান্থ দাস

একলা

তারা মাখা রাতে
মায়াবী মন
চায় যে তোমাকে,

দিগন্ত স্বপ্ন
খুঁজতে গিয়ে
হারিয়েছি যে তোমাতে।

খুঁজি
একলা দিনে তোমায়
প্রহর যে শেষে,

অপেক্ষায় 
মন ডুবে
চাঁদের পাহাড়ে যে মিশে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...