প্রকৃত ভালোবাসা
ভালোবাসা দিবস বলে কিছু
নির্দিষ্ট দিন প্রয়োজন নাই,
মনের টানে প্রাণের আবেগেই
চিরদিন ভালোবেসে যাই।
মন প্রাণ যখন কাছাকাছি আসে
নীরেট আংটির মত সে ভালোবাসা,
মন প্রাণ সঁপে সঙ্গী হিসেবে
চিরকাল যেন পাবার আশা।
প্রকৃত ভালোবাসা বড় দুর্লভ বস্তু
ওকে খুঁজে নিতে হয় মনে প্রানে,
সেতো গালা ভর্তি সোনার বালা নয়
শুধু সহানুভূতি আর করুনা জানে।
কোন দাম দিয়ে কেনা তো যায় না
বাজারের কোন পণ্য নয়,
হৃদয়ে জাগে যদি ভালোবাসা
সেটা বজ্র কঠিন হয়।
ভালোবাসার মাঝে যে সম্পর্ক
পাশাপাশি চিরজীবন থাকা,
অটুট বন্ধনে জড়িয়ে থেকে
আজীবন মনে বেঁধে রাখা।
No comments:
Post a Comment