Wednesday, May 31, 2023

সংগীত শীল

দিবাকর


বৈশাখের সোনালী আভায়, 
বহির্বিশ্বে আনন্দের ঢেউ ভেসে আসে।

রবীন্দ্রস্মৃতিবিজড়িত সাড়ম্বরের কথা 
উদিত সূর্য জানান দিয়ে যায় প্রকৃতিকে।

মনের দৌড় গোড়ায় বিপুল উচ্ছাস আছড়ে পড়ে,
প্রকৃতির বাঁধা ভাঙ্গা দৃশ্য দেখে হৃদয়ে কল্লোল বাজে।

উত্তরণের পথে ধাবিত হয় স্বপ্ন,
রবির শালীন রূপ অসীমতার দিকে নিয়ে যায়,
জীবন মঞ্চে আমি ভিত্তিভূমি রচনা করি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...