আমি আমার হাতে কবিতাগুলি লিখছি
নির্জন একাকী একটা ঘরের ভেতর থেকে ৷
ঘরের ভেতরে খুব অন্ধকার ,
তাই অস্পষ্ট কবিতার লেখাগুলি ক্ষমা করবেন ৷
কিন্তু এই মধ্য অহে ঘরের বাইরে
আমি খুব ভীত আলোর কাছে যেতে ৷
তবুও আমি আমার চোখ খুললাম,
ঘরের বাইরে তাকালাম আলোর দিকে ৷
আমার চোখ আলোর পথ অনুসরণ করল ৷
আমি সাবধানে পা ফেললাম ঘরের বাইরে
কখনো আস্তে কখনো তাড়িয়ে হাঁটতে চাইছি
যা কিছু দেখলাম যা কিছু শুনলাম তা সব নিয়ে৷
,
কিন্তু আমি আমার হাতের উপর দাঁড়াতে পারছি না ৷
আমি তুমি ও সে-র মধ্যে,
আমি শুধু আগের আমি নেই বুঝেছি
মনের ভেতর ভয় ঢোকার পর থেকে ৷
তাই আমি দেখছি এখানেও খুব অন্ধকার ৷
No comments:
Post a Comment