Wednesday, May 31, 2023

রাকেশ দেবনাথ

বাকি ইতিহাস
                           
           
ইতিহাস থেকে কল্লোল শুনে
স্মৃতির পাতা উগরে দেখি ।
হাজার বছর ধরে
জমতে থাকা অভিমানগুলি
আজ ভিড় করেছে
মনের জাতীয়সড়কে।
স্মৃতিগুলি মিছিল করে জানতে চায়
তোমার আমার শরীর ছোঁয়ার
 বাকি ইতিহাস।

আমার মনে জমিয়ে রাখা
 সব সরকারি নথি
ধূলির সাথে খেলা করে
পাল্টে গেছে এক পলকে।
মনের মাঝে পূর্ণচাঁদ
আধখানা হয়ে লটকে আছে
সিলিং আর সেফটিফিনে।
 আমার মনের আঁতুড়ঘরের
 অপুষ্ট স্মৃতিগুলি আজও
মরুভূমির ধুধু বালুর চড়ে
 ফণীমনসার ভিড়ে 
তোমায় খুঁজে।
 জনপ্রিয়তার আড়ালে থাকা
 তোমার কাছে জানতে চায়
 হাজার বছর আগের
 তোমার আমার শরীর ছোঁয়ার
 বাকি ইতিহাস।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...