অ-আ-ক-খ
কাঙ্ক্ষিত মাতৃভাষার জন্য
রক্তস্রোত বইছিল সেদিন,
নির্মম ইতিহাস আজও সাক্ষ্য দিয়ে যায়
জোয়ার ভাঁটার ঝাজরা বাহান্নের সাল!
পলাশী বিজড়িত সেই রাত্রি
মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছিল।
বর্ণমালার মিছিলে পড়েছিল
স্বৈরাচারী পুলিশের করাঘাত!
দামাল ছেলের রক্তের ঝঙ্কারে
বেজে উঠেছিল একুশের জয়গান।
শূন্য মায়ের কোলে নেমে আসে
কালঝরের বাতাস!
একুশের তরতাজা চাঁদটি
তখনও ঠিক জ্বলছিল।
মোদের গরব, মোদের আশা,
আ মরি বাংলা ভাষা।
No comments:
Post a Comment