Tuesday, February 28, 2023

সায়ন পাল

বেদনাসক্ত মন

মায়া পিপাসু হৃদয় মনি-
অবুঝ তবু শান্ত।
হৃদয়ের খুঁজে আমি ক্লান্ত!

মন নগরে উত্থান পতন-
আলো-আঁধারে লুকোচুরি।
মন বেদনায় মরি!

মন দিয়ে মন পেল না-
পেল শুধুই ছলনা।
করুন সুরে এক বুক বেদনা!

অন্যের ভালোবাসায় বাগিচা হল-
না চেয়েও সুখ পেল।
মন রসেতে মন মেলালো!

আপন আপন করে জীবন দিল - মন পেতে অসহায় হাত বাড়ালো।
অমায়াবী সুরে তিরস্কারের বাণে হত হল!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...