বেদনাসক্ত মন
মায়া পিপাসু হৃদয় মনি-
অবুঝ তবু শান্ত।
হৃদয়ের খুঁজে আমি ক্লান্ত!
মন নগরে উত্থান পতন-
আলো-আঁধারে লুকোচুরি।
মন বেদনায় মরি!
মন দিয়ে মন পেল না-
পেল শুধুই ছলনা।
করুন সুরে এক বুক বেদনা!
অন্যের ভালোবাসায় বাগিচা হল-
না চেয়েও সুখ পেল।
মন রসেতে মন মেলালো!
আপন আপন করে জীবন দিল - মন পেতে অসহায় হাত বাড়ালো।
অমায়াবী সুরে তিরস্কারের বাণে হত হল!
No comments:
Post a Comment