Tuesday, February 28, 2023

সায়ন পাল

বেদনাসক্ত মন

মায়া পিপাসু হৃদয় মনি-
অবুঝ তবু শান্ত।
হৃদয়ের খুঁজে আমি ক্লান্ত!

মন নগরে উত্থান পতন-
আলো-আঁধারে লুকোচুরি।
মন বেদনায় মরি!

মন দিয়ে মন পেল না-
পেল শুধুই ছলনা।
করুন সুরে এক বুক বেদনা!

অন্যের ভালোবাসায় বাগিচা হল-
না চেয়েও সুখ পেল।
মন রসেতে মন মেলালো!

আপন আপন করে জীবন দিল - মন পেতে অসহায় হাত বাড়ালো।
অমায়াবী সুরে তিরস্কারের বাণে হত হল!

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...