শীত সবার সুখের নয়
শীত যে সবার
সুখের নয়,
তারাই জানে!
যারা হাজার কষ্টে
এই শীতে রাত কাটায় রাস্তায়,
যাদের এই শীতে একটি গরম পোশাক জুটছে না শত সস্তায়।
যাদের এই শীতে পিঠাপুলি খাওয়া দূর,
সামান্য ভাতের জোগানে
এপাশ,ওপাশ মার খায়।
হতেই পারে এই শীত তোমার,আমার পছন্দের ঋতু,
তবে গ্রীষ্ম হোক আর শীত,
এদের মানে তারাই জানে
যাদের গরমে ঘাম,শীতে বিনা পোশাকে কুয়াশায় স্নানে,
দুটো ভাত খেতে পারলেই
ওদের জীবন জিত।
No comments:
Post a Comment