Tuesday, February 28, 2023

মোঃ রুবেল

দীর্ঘশ্বাস

 অনন্ত-
আগে তোমাকে আঁকতে বসলে 
আনমনে আঁকা হতো প্রেম।
একটি শান্ত পাহাড়।
আঁকা হতো অপেক্ষারত প্রেমিক গাছ।
একটি মায়াঘর।
এখনো তোমাকে রোজ আঁকতে বসি।
তবে  ঠিক উল্টো অনন্ত।
রং তুলি প্রেমের গলা টিপে অপ্রেম আঁকে।
আঁকে বিশ্বাসঘাতকতা।
অসুন্দর।
অজান্তেই এঁকে অনমনীয় অভিমান। 

তখন আমি বুঝতে পারি অনন্ত!
তোমার যাবতীয় ঘৃণায় আমার বাস।
যেখানে ভালোবাসা ফেলছে অবিরাম দীর্ঘশ্বাস।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...