Tuesday, February 28, 2023

প্রীতম শীল


রক্ত ঝরার খেলা

আঘাত টা তবে করেই ফেললি,
ভাই হয়ে ঝরালি ভাইয়ের রক্ত।
সবটাই কি রঙ্গের ভালোবাসায়?
নাকি হয়েছিস নতুন প্রভু ভক্ত।

মেরেছিস পিছন থেকে কেন?
মুখ দেখে কি মায়া হতো?
নাকি সেদিনের উপকারের কথা,
তোর মনে পড়ে যেতো!

তুই পারলি রাজনীতির জন্য,
ঝরাতে আপন রক্ত?
আরে সব নেতাদের কাছে তোরা,
শুধুই পা চাটা ভক্ত!

যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সব,
কোনো এক গলির নেতার।
তুইও হয়তো হবি সেদিন সুর বিহীন, 
ভাঙ্গা একটা পুরোনো সেতার!

আমি হয়তো তোর আঘাতে আজ,
চলে যাবো পৃথিবী ছেড়ে,
রাজনীতির এই যাতা কলে দেখিস, 
তুইও যাবি একদিন হেরে।

তখন সব কিছুর জন্য অনুতাপ ছাড়া,
কিছুই রবেনা হয়তো তোর।
তুইও চাইবি সেদিন অভিশপ্ত পৃথিবীতে, 
আবার আসুক নতুন ভোর।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...