আজব দুনিয়া
কত রাত কাটালাম কাঁদতে কাঁদতে
ছিলাম সেই ছোট্ট মাসুম অভি
জীবনের ছন্দ পতনে হয়ে গেলাম কবি
ভুল মানুষের হাতে পড়ে জীবন হয়েছিল অন্ধকার
ভগবান সাথে থাকতো বলে করে নিত প্রতিকার
কেউ বলতো টাকাই সব
কিছুই তো হয় নি তোমার সাথে
মানুষ কে ঠকালে নিজেও ঠকতে হয়
সময় চলে গেল দেখতে দেখতে
আজব দুনিয়া তে আছি সবাই
কত না মানুষ দেখতে পাই
বন্ধুত্বের নাম করে করতো ধান্দাবাজ
অসময়ে এসব বন্ধুদের করতে পারলাম আন্দাজ
আসলে তারা বন্ধু নামের ছিল কলঙ্ক
জীবনে শুধু করে গেল লাভ লসের অঙ্ক
ভাবতেও পারলো না কেউ আবার ঘুরে দাঁড়াবো
ভগবান সাথে থাকলে দুষ্টদের মুখে আরো চুনকালি দেবো
কত মানুষ আমায় দেখে হিংসায় জ্বলে পুড়ছে আজ
সততা, নিষ্টা থাকলে বুক ফুলিয়ে বাঁচ।
আজ আমার সুখ দেখে জ্বলছে অনেকে
তোদের অভিষাপ আমাকে নিয়ে যাবে সামনের দিকে
চুপি চুপি প্রোফাইল ঘেঁটে কি পাবি এখন
পাঁপ বাপকেও ছাড়ে না সময়ে বুঝবি যখন
No comments:
Post a Comment