Tuesday, February 28, 2023

অভিজিৎ রায়

আজব দুনিয়া

সত্যিই অবাক লাগে ভাবতে
কত রাত কাটালাম কাঁদতে কাঁদতে

ছিলাম সেই ছোট্ট মাসুম অভি
জীবনের ছন্দ পতনে হয়ে গেলাম কবি

ভুল মানুষের হাতে পড়ে জীবন হয়েছিল অন্ধকার
ভগবান সাথে থাকতো বলে করে নিত প্রতিকার


কেউ বলতো টাকাই সব
 কিছুই তো হয় নি তোমার সাথে

মানুষ কে ঠকালে নিজেও ঠকতে হয় 
সময় চলে গেল দেখতে দেখতে

আজব দুনিয়া তে আছি সবাই
কত না মানুষ দেখতে পাই


বন্ধুত্বের নাম করে করতো ধান্দাবাজ
অসময়ে এসব বন্ধুদের করতে পারলাম আন্দাজ

আসলে তারা বন্ধু নামের ছিল কলঙ্ক
জীবনে শুধু করে গেল লাভ লসের অঙ্ক 

ভাবতেও পারলো না কেউ আবার ঘুরে দাঁড়াবো
ভগবান সাথে থাকলে দুষ্টদের মুখে আরো চুনকালি দেবো


কত মানুষ আমায় দেখে হিংসায় জ্বলে পুড়ছে আজ
সততা, নিষ্টা থাকলে বুক ফুলিয়ে বাঁচ।

আজ আমার সুখ দেখে জ্বলছে অনেকে
তোদের অভিষাপ আমাকে নিয়ে যাবে সামনের দিকে 

চুপি চুপি প্রোফাইল ঘেঁটে কি পাবি এখন
পাঁপ বাপকেও ছাড়ে না সময়ে বুঝবি যখন

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...