Tuesday, February 28, 2023

সম্পাদকীয়

ভাষার মাসের শেষদিন। এ শেষের কোনো শেষ নেই। জগতের যত শেষ আছে, তার কোনো সীমা নেই। ফুরিয়ে যাওয়া যেন আরেক সম্ভাবনা। নতুন সম্ভাবনা। কবিতার নীরবতা জেগে উঠে উচ্চারণে, আবৃত্তি শেষে আবার নীরবতা। প্রকৃত নিয়ম কোনটি শব্দ, নাকি নীরবতা। এ প্রশ্নটির কাছেই যত জগৎজিজ্ঞাসা। অভিপ্রায়। অভিমান। মনখারাপি। এ স্বাভাবিক সত্যটুকুই কঠোর। শেষ কোনোদিন শেষ হবে না। এ ভান্ডার শেষ হবার নয়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...