Tuesday, February 28, 2023

সম্পাদকীয়

ভাষার মাসের শেষদিন। এ শেষের কোনো শেষ নেই। জগতের যত শেষ আছে, তার কোনো সীমা নেই। ফুরিয়ে যাওয়া যেন আরেক সম্ভাবনা। নতুন সম্ভাবনা। কবিতার নীরবতা জেগে উঠে উচ্চারণে, আবৃত্তি শেষে আবার নীরবতা। প্রকৃত নিয়ম কোনটি শব্দ, নাকি নীরবতা। এ প্রশ্নটির কাছেই যত জগৎজিজ্ঞাসা। অভিপ্রায়। অভিমান। মনখারাপি। এ স্বাভাবিক সত্যটুকুই কঠোর। শেষ কোনোদিন শেষ হবে না। এ ভান্ডার শেষ হবার নয়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...