বাঘের বাচ্চা
শান্ত বনে অসুস্থ বাঘিনী
যন্ত্রনায় করে ক্রন্দন,
কোথা থেকে এক লোভী শিকারী
চালায় চরম নির্যাতন।
অসুস্থ বাঘিনী ব্যথা বেদনায়
চিৎকার করে উঠে,
হিংস্র শিকারীর হিংস্রতার রূপ
ফুটে উঠে মুখে ঠোঁটে।
বাচ্চারা ভয়ে চুপ করে থাকে
শিকারীর অত্যাচারে,
মায়ের উপর শত অত্যাচার
কতইবা সইতে পারে।
একদিন তারা ক্ষেপে গেল সব
শিকারীকে করে তাড়া,
হিংস্র থাবায় রক্ত ঝরায়
এক জোটে সব বাচ্চারা।
দাত নখ দিয়ে শরীরটা ছিঁড়ে
শিকারীকে করে আধমরা,
রক্তাক্ত শিকারী প্রাণপণে ছুটে
হয়ে যায় বন ছাড়া।
মায়ের যন্ত্রনা লাঘব করিতে
সন্তান হোক এমন সাচ্চা,
প্রতি ঘরে ঘরে জন্ম হোক
এমন বাঘের বাচ্চা।
No comments:
Post a Comment