নষ্টালজিয়া
এই চকচকা দেয়ালে ঘেরা
নকল পৃথিবীর অট্টালিকায়
হারিয়ে বসেছি আমি,আমার
চিন্তাহীন ভাবনা-বিহীন রং
বেরঙের কাঁচা যৌবন।
নিয়মের কাছে বাহনা দিয়ে
বে-নিয়মের স্কুল জীবন।
একবেলা ঘুম চুরি করে
ঘুরতে যাওয়ার বন্ধুরা আজ
ব্যস্ত ভীষণ।
খেলার মাঠ,ডাকছে কাক
লাল সূর্য দীঘির পার
আম,কাঁঠাল,লিচু বাগান
দিন গুলো কি ফিরবে আর।
এখন হয়তো,জীবনের বাকী নেই কিছু আর,
না পাওয়ার
যত আবদার
যা কিছু ছিল শুধুই আমার।
নুন পান্তা ভাতের জীবন আমার
হারিয়েছি শহরের কোলাহলে রোজ নিজেকে বাঁচিয়ে রাখতে
তাকাই আমি গ্রামের দিকে।
No comments:
Post a Comment