নন্দিত মৃত্যু
পাখির চলে যাওয়া সুন্দর,
তুমি আমার মৃত্যু দেখো!
এমন ধূসর আকাশ, মনে হবে -
একজন কবি প্রস্থান করছেন মহাজীবনে।
মৃত্যুর গন্ধ এত রোমাঞ্চকর,
এত স্নিগ্ধ, এত উজ্জ্বল মৃতের পাশে দাঁড়ালেই টের পাবে।
আমার আর তোমার দূরত্ব
বেশি হলে একটা সমুদ্র সমান!
অথবা শরীর ছিঁড়ে তৈরি করা কয়েক সেন্টিমিটার।
এখন ক্লান্ত সব ঋতু!
তবুও,যদি বলো পাখির মৃত্যু সুন্দর-
আমি বলব তুমি একজন শিল্পীর মৃত্যু দেখো।
নিজের মৃত্যু নিয়েই লিখে ফেলে নন্দিত কাব্য!
No comments:
Post a Comment