Tuesday, February 28, 2023

সপ্তশ্রী কর্মকার

শক্ত হোক                      

চারিদিকে প্রচার আর ভোট চাষ, 
অথচ ভোট ঘোষণার পর থেকেই ভয়,

ভাত ও বেকার খিদে মিলেমিশে যেনো
বিজ্ঞাপনের খরচে,
 ঋনের চাপ বাড়াচ্ছে দেশ।

 অথচ কে কোন দিকে কাকে বাঁচাতে ছুটছে,
 গীতা ছুঁয়ে মিথ্যা রায় দিচ্ছে সজোরে।

বন্ধু শত্রুর মজলিশে সামিল নাগরিকদের, 
দেহরক্ষী বাহিনী কখন রক্তরুধি স্রোতে
একতন্ত্র শাসন রাষ্ট্রে পরিণত হয়
তা জানে না কেউ-ই।

তাই,
রথের দড়ির টানে,গতিময় জীবনে, 
নিয়ম মেনেই সভ্যতার শহরে,
অকৃতজ্ঞ জনরোষেও সমাজের মেরুদন্ড শক্ত হোক ভোটের দিন।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...