Tuesday, February 28, 2023

সপ্তশ্রী কর্মকার

শক্ত হোক                      

চারিদিকে প্রচার আর ভোট চাষ, 
অথচ ভোট ঘোষণার পর থেকেই ভয়,

ভাত ও বেকার খিদে মিলেমিশে যেনো
বিজ্ঞাপনের খরচে,
 ঋনের চাপ বাড়াচ্ছে দেশ।

 অথচ কে কোন দিকে কাকে বাঁচাতে ছুটছে,
 গীতা ছুঁয়ে মিথ্যা রায় দিচ্ছে সজোরে।

বন্ধু শত্রুর মজলিশে সামিল নাগরিকদের, 
দেহরক্ষী বাহিনী কখন রক্তরুধি স্রোতে
একতন্ত্র শাসন রাষ্ট্রে পরিণত হয়
তা জানে না কেউ-ই।

তাই,
রথের দড়ির টানে,গতিময় জীবনে, 
নিয়ম মেনেই সভ্যতার শহরে,
অকৃতজ্ঞ জনরোষেও সমাজের মেরুদন্ড শক্ত হোক ভোটের দিন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...