Tuesday, February 28, 2023

অতনু রায় চৌধুরী

অপেক্ষায়

ভোরের সকাল হারিয়ে যায় সোনালী দিনের অপেক্ষায়
বুকের ক্ষত বুকেই থাকে, একাকীত্বকে ঘিরে আমি আমার।
ব্যস্ত সবাই, ব্যস্ত শহর ব্যস্ততা ঘিরেই জীবন এগিয়ে যায়
শুধু জীবনের সাথে মিশে না যেটা মিশে যাওয়া  দরকার।

তবুও আশায় থাকি, দীর্ঘশ্বাসে বাঁচি
বাঁচি গভীর রাতের নীরবতায়।
চোঁখে সামনে বদল দেখি,
শুধু দেখি না আমি আমাকে আর।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...