অজানা পৃথিবী
মাতা পিতার হাত ধরিয়া আসিয়াছি,
পৃথিবী নামক এক স্থানে।
তখনো জানি নাকো আসিয়াছি
কোন অপূর্ব স্থানে!
তাকাইয়া থাকিতাম এদিক ওদিক,
চিনিতাম না কাউরে।
মাতার কোলে শুয়ে থাকি;
সকলকে দেখিতে কী আনন্দরে!
সকলে ডাকিয়া বলে মোরে,
আসো নাকো মোদের কোলে।।
তাদের কথা শুনিয়া হাসিলাম মিষ্টি স্বরে। ওনারা বলিলেন এমন করিয়া শুধু হাসিলে চলে?
এসো এসো কোলে এসো,
একটু আদর করিয়া দেই তোমারে।
মা এক এক করিয়া সকলের সাথে পরিচয় করাইলো মোরে।।
এক এক করিয়া আমিও চিনিতে
লাগিলাম সকলেরে।
মাতা পিতার হাত ধরিয়াই
চলিতে শিখি।
চারিদিকের অপূর্ব সৌন্দর্য দেখিয়াই,
মুখরিত মোর আঁখি। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটিতে হাঁটিতে একদিন বড় হওয়া।
তখন থেকেই বাড়িতে লাগিল মোর চাওয়া পাওয়া;
প্রকৃতির হাজার মায়ায় জড়িয়াছি।
অপরূপ সৌন্দর্যে আকৃষ্ট হইয়াছি।।
পৃথিবীতে ঘটিতেছে কতনা
লৌকিক অলৌকিক ঘটনা।
সম্পর্কের মায়ায় জড়ানো এই পৃথিবী,
আজও মোর অজানা।।
No comments:
Post a Comment