Wednesday, February 22, 2023

উর্মি সাহা

একুশ

একুশ আমার ঘুম হারানো
রাত ভাঙ্গানো
মায়ের কোল।
একুশ আমার পলাশ বনে
মুক্ত মনের 
দৃপ্ত বোল।
একুশ আমার আকাশ জুড়ে
পাথর দেশের
একলা পথ।
একুশ আমার রাজপথের ঐ
উবর খাবর 
বাংলা জপ।
একুশ আমার স্লোগান তুলে
রক্ত মেখে 
তরুণ দল।
একুশ আমার লাল মাটিতে
শক্ত মুঠোয় 
আওয়াজ তোল।
একুশ আমার ঝড়ো হাওয়ায়
বইয়ে আনে
জয় নিশান।
একুশ আমার লাল আবিরে
আর্দ্র শ্বাসের
অন্তকাল।
একুশ আমার বছর শেষে
অহংকারের 
ভাষার গান।
একুশ আমার দিন বদলে,
একুশ আমার ভাষার নাম।
একুশ আমার পদ্য লিখে,
একুশ আমার ভাষার নাম।।
                                                 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...